
কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপির সাংগঠনিক সভা ঘিরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা ও সদস্য ডা. নোবেল-হিরণ মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের, চিওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের কর্মী সবুজ, শ্রীপুর ইউনিয়নের সাইফুলসহ আরও অনেক নেতাকর্মী আহত হন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল বলেন, আমরা হামলার শিকার হয়েছি। হামলার সময় তারা হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করেছে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, আমাকে লাঞ্ছিত করে নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা অনুষ্ঠানস্থলে ঢুকতে না পেরে আবুল খায়ের মার্কেটের সামনে অবস্থান করলে ফের হামলা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বলেন, নেতৃত্বের প্রতিযোগিতার কারণে উপস্থিতি বেশি ছিল। নেতাকর্মীরা ঢোকার সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। এর বেশি কিছু নয়।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে সংঘর্ষের কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল।
সুত্র : https://dailyamardesh.com/bangladesh/chattogram/amdt1z0zb1klz